প্রকাশিত: Thu, May 30, 2024 3:05 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:43 PM

বাংলাদেশের মানুষদের মুখে কখনোই হিন্দি ভালোভাবে বসেনি

সিদ্দিক মাহমুদ

‘সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সাথে ড. মুহম্মদ শহীদুল্লাহ এক বিষয়ে একমত হয়েছিলেন যে, এতদাঞ্চলের প্রাকৃত ভাষার স্তর থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তবে সে ভাষা ‘গৌড়ীয় প্রাকৃত’ না, ‘মাগধি প্রাকৃত’ এটা নিয়েÑদুজনের গবেষণায় দুই ধরনের উপসংহার আসে। সুনীতি বাবু দেখিয়েছেন, বর্তমান বিহারের মগধ অঞ্চলের জনগণের কথ্য ভাষাকে (মাগধি প্রাকৃত) কেন্দ্র করে বাংলাভাষার আদি বুনিয়াদ গড়ে ওঠে।’ এ ব্যাপারে সুনীতি বাবুর কথা এক্কেবারে ঠিক। পশ্চিমবঙ্গের বাংলা (রাঢ়) ‘মাগধি প্রাকৃত’ থেকে এসেছে। আজকালকার পশ্চিমবঙ্গের বাঙালিরা অনায়াসে হিন্দি ভাষা যে ভাবে আপন করে নিয়েছেন,  তাতে এ কথাটাই আরও অনুমিত। 

অন্যদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহ বহু সংখ্যক প্রমাণ হাজির করে দেখিয়েছেনÑ বর্তমান বাংলাদেশের বগুড়াসহ আশেপাশের অঞ্চলের প্রাকৃত জনের (গণমানুষের) ভাষাকে কেন্দ্র করে বাংলাভাষার বুৎপত্তি হয়। তিনি যে ভাষার নাম দিয়েছিলেন, ‘গৌড়ীয় প্রাকৃত’। 

পূর্ব বাংলার (বাংলাদেশের ভাষা) তাই ‘গৌড়ীয় প্রাকৃত’। এটাই খাঁটি আদি, অকৃত্রিম বাংলা ভাষা। বাংলাদেশের মানুষদের মুখে কখনোই হিন্দি ভালোভাবে বসেনি। আমি যে বারবার বলে আসছি, দুই বাংলার ভাষা আলাদা ভাষা, তার উৎকৃষ্ট প্রমাণ এই লেখাতেই প্রমাণ হলো। ফেসবুক থেকে